রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় শোভাযাত্রা
কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দে উদ্বেলিত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ তাঁদের প্রাণের দাবি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেন।
আজ বৃহস্পতিবার কলেজ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে রাজারহাট উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনালী ব্যাংক চত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রংপুর মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী, কলেজ অধ্যক্ষ আসিফ ইকবাল রাজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চাষী আবদুস সালাম, সাধারণ সম্পাদক আবু নূর মো. আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা ইসলাম মণ্ডল, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রবীন্দ্রনাথ কর্মকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুস সালাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ারদী বুলু প্রমুখ।
বক্তারা কলেজটিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক গণপরিষদ সদস্য মরহুম আবদুল্লাহ্ সোরওয়ার্দ্দীর কবর জিয়ারত করা হয়। শোভাযাত্রা শেষে প্রধানমন্ত্রীর কাছে কলেজের অধ্যক্ষ রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের মাধ্যমে অভিনন্দন বার্তা পাঠানো হয়।