নলছিটিতে দুই কৃষককে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই কৃষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ রানাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কৃষক আলকাছ মল্লিক ও মো. আল আমিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা জানায়, দক্ষিণ রানাপাশা গ্রামের কৃষক আলকাছ মল্লিক ও তাঁর স্বজনদের সঙ্গে প্রতিবেশী মাহমুদ আলী ও রিপন হাওলাদারের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে আলকাছ মল্লিক ও আল আমিন বাড়ির কাছের জমিতে হালচাষ শুরু করে।
এ সময় প্রতিপক্ষ মাহমুদ আলী, রিপন হাওলাদার, সুজন হাওলাদার, কিসলু হাওলাদার, রনি হাওলাদার, মান্নান হাওলাদার, হানিফ হাওলাদার ও নুরুজ্জামান হাওলাদার আরো কয়েকজন লোক নিয়ে তাদের চাষাবাদে বাধা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কৃষক আলকাছ মল্লিক ও মো. আল আমিনকে দা ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।
আহতদের চিৎকার শুনে আলকাছ মল্লিকের স্ত্রী শাহনাজ বেগম ছুটে এলে তাঁকেও পিটিয়ে আহত ও শ্লীলতাহানি করে হামলাকারীরা। গুরুতর অবস্থায় আহত দুই কৃষককে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় আলকাছ মল্লিকের চাচাতো ভাই আবদুল মান্নান মল্লিক বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীরা পলাতক রয়েছে বলেও জানান ওসি।