নলছিটিতে তিন করাতকলকে জরিমানা

লাইসেন্স না থাকায় ঝালকাঠির নলছিটিতে আজ শনিবার তিনটি করাতকলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
ঝালকাঠির নলছিটিতে লাইসেন্স না থাকায় তিনটি করাতকলকে (স’ মিল) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. কামরুল হুদা এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, নলছিটিতে করাতকলের মালিকদের লাইসেন্স করার জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হয়। এর পরও তারা লাইসেন্স ছাড়াই করাতকল চালিয়ে যাচ্ছিলেন।
আজ বিকেলে নলছিটির ইউএনও শাহ মো. কামরুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের তিনটি করাতকলে অভিযান চালান।
এ সময় সততা করাতকলের মালিক মজিবুর রহমান মোল্লাকে ১০ হাজার, খান করাতকল মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার এবং হাই ব্রাদার্স করাতকল মালিক জাফর হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।