দুর্যোগ মোকাবিলায় সবার ঐক্য প্রয়োজন : ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা করতে হলে শুধু রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য করলে হবে না। মানবাধিকার, পেশাজীবীসহ সব সংগঠনের সমন্বয়ে নাগরিক ঐক্যের প্রয়োজন।
আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কামাল এসব কথা বলেন।
এক সপ্তাহের ব্যবধানে গুলশানের রেস্তোরাঁয় এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরতে গণফোরাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ড. কামাল হোসেন বলেন, আমরা শুধু একে রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখছি না। আমরা বলছি, যেসব নাগরিক সংগঠন, পেশাজীবী সংগঠন, নারী সংগঠন- সব সংগঠনের প্রতি আমরা আবেদন রাখছি যে, আপনারা এগিয়ে আসেন।
সন্ত্রাস থেকে মুক্ত হওয়ার জন্য কী কী করতে হবে- এসব নিয়ে ব্যাপকভাবে আলোচনা হওয়া উচিত বলেও মনে করেন এ সংবিধার প্রণেতা।