ভুয়া দুই দুদক কর্মকর্তা আটক

রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে আটক করেছে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণোদ কুমার ভট্টাচার্য জানান, আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নাখালপাড়ায় অভিযান চালান দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
সেখানে একটি বাসা থেকে মো. মাহমুদুর রশীদ ও কাওসার আহমেদ নামের দুজনকে আটক করা হয়।
উপপরিচালক বলেন, এ দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনকে দুদকের মামলা ও অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকা নিত। কয়েকজনের কাছ থেকে এ ধরনের তথ্য পেয়ে এবং এই দুজনের মোবাইল ফোনের কল ট্র্যাক করে তাদের আটক করা হয় বলে জানান তিনি।
দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে মামলার মাধ্যমে এ দুই ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান প্রণোদ কুমার।