শেরপুরে দুই যুবক গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
আজ রোববার দুপুরে ঝিনাইগাতীর গজনী এলাকা থেকে একটি গ্রেনেড, একটি পিস্তল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করে শেরপুরের ডিবি পুলিশ। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই যুবককেও গ্রেপ্তার করা হয়।
আটক দুই যুবকের নাম শিষ্ট মারাক ও অনুকূল সাংমা। তাঁদের দুজনের বাড়িই ঝিনাইগাতীর বড় গজনীতে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ এনটিভিকে বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল আর সে অনুযায়ীই আমরা গজনীতে অভিযান চালাই। সেখান থেকে গ্রেনেড ও পিস্তলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।’
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সীমান্তের ওপার থেকে গ্রেপ্তারকৃতরা এসব বিস্ফোরক ও গুলি দেশের কোনো নাশকতাকারীদের কাছে বিক্রির জন্য এনেছিল। তবে তদন্ত সম্পন্ন হলেই বিষয়টি সম্পর্কে পুরোপুরি বলা সম্ভব হবে বলে জানান তিনি।
জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক হাবিব জানান, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।