গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কড্ডা বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ বুধবার সকালে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হন। পরে পুলিশ এসে রেকার দিয়ে বাসটি নিয়ে যায়। ছবি : এনটিভি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কড্ডা বাইমাইল এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পাঁচ বাসযাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
কোনাবাড়ীর সালনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে বাইমাইল এলাকায় গাজীপুরগামী আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক নারী (১৮) নিহত হন। আহত হন সাতজন বাসযাত্রী।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল সালাম সরকার জানান, হাসপাতালে আনার পর আহত দুজন পুরুষ মারা গেছেন। তাঁদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। এ ছাড়া আহত পাঁচজনকে উদ্ধার করে ওই হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।