নারীদের প্রতীক নিয়ে ভবিষ্যতে ভাববে নির্বাচন কমিশন

কোনো প্রার্থী মিছিল বা মিটিং করলে তাঁর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে। নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ এ কথা জানিয়েছেন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় সংরক্ষিত আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, কাউকে ঘরে ঢোকানো বা ছোট করার জন্য এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় অতিরিক্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর যেহেতু প্রতীক বরাদ্দ দেওয়া হয়ে গেছে, এবার এ বিষয়ে কিছু করার নেই। ভবিষ্যতে এ বিষয়ে ভেবে দেখা হবে।
শাহনেওয়াজ বলেন, আচরণবিধি বা আইন অনুযায়ী কেউ মিছিল বা মিটিং করতে পারবে না। আদেশ পালন না করে কেউ মিছিল বা মিটিং করলে প্রয়োজনে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।
এ সময় আচরণবিধি অনুযায়ী মাইক ব্যবহারের কথা বলেন ইসি শাহনেওয়াজ। তিনি বলেন, প্রার্থীরা দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইক ব্যবহার করতে পারবেন। এর আগে বা পরে কেউ মাইক ব্যবহার করতে পারবেন না।
এ ছাড়া নিয়মের বাইরে বেশি সংখ্যক মাইক ব্যবহার করলে সেটা অপরাধ এবং আচরণবিধির বরখেলাপ বলে গণ্য হবে। তখন সেই প্রার্থীর বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনে চরম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি।