যশোরে চিকিৎসক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

যশোরের আদালত ভবনে আজ মঙ্গলবার দুপুরে চিকিৎসক শফিক হত্যা মামলার রায় দেওয়া হয়। ছবি : এনটিভি
যশোরের চিকিৎসক শফিকুল ইসলাম হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলার স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এস এম বদরুজ্জামান পলাশ জানিয়েছেন, চিকিৎসক শফিক হত্যা মামলায় আশিকুর রহমান বাবলু ও জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে আশিকুর রহমান বাবলু পলাতক।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
২০০৯ সালের জুলাইয়ে যশোর জেস ক্লিনিকের মালিক শফিকুল ইসলামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়ার পথেই মারা যান তিনি।