যশোরে চিকিৎসক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

যশোরের চিকিৎসক শফিকুল ইসলাম হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলার স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের রজম আলীর ছেলে আশিকুর রহমান বাবলু ও একই এলাকার মিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম ওরফে জাকির হোসেন। আজ আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা ফরম জমা দিলেও রায় ঘোষণার পর বাবলুকে আর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এস এম বদরুজ্জামান পলাশ জানিয়েছেন, চিকিৎসক শফিক হত্যা মামলায় আশিকুর রহমান বাবলু ও জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ জুলাই শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় জেস ক্লিনিকের মালিক শফিকুল ইসলামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ডা. শফিকের বাবা আবদুস সালাম ধাবক বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ২০১০ সালের ২৬ মার্চ যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব হাসান চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।