কুড়িগ্রামে জঙ্গিবাদের বিরুদ্ধে বিশাল র্যালি
বৃষ্টি উপেক্ষা করে কুড়িগ্রামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের সহস্রাধিক মানুষ র্যালি ও সমাবেশে অংশ নেয়। বিশাল র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে কলেজ মোড় ও প্রেসক্লাব হয়ে শাপলা চত্বরে সমবেত হয়।
এ সময় কুড়িগ্রাম-চিলমারী এবং রংপুর-কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।
বক্তারা বলেন, জেলার মানুষ কোনো জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সমর্থন করে না। কোনো সন্দেহজনক লোক দেখলে এবং বাড়ি ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভাড়াটিয়ার নির্ভুল তথ্য নিয়ে পুলিশের কাছে দেওয়ার আহ্বান জানানো হয়।