নরসিংদীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/20/photo-1469033167.jpg)
নরসিংদীতে বাড়ির পাশে পুকুরে ডুবে আজ বুধবার ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. ইসমাইল হোসেন। সে নরসিংদীর শিবপুর উপজেলার বংশীরদিয়া এলাকার মো. আমানউল্লাহর ছেলে।
হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই অন্য ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করছিল ইসমাইল। এ সময় পাশের একটি পুকুরে পড়ে যায় সে। ছোটরা তাকে উদ্ধার করতে না পেরে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন তাকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ছয় বছর বয়সী শিশুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।