মিডিয়া এখন ফ্যাসিবাদের হাতিয়ার : শওকত মাহমুদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/20/photo-1469035099.jpg)
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেছেন, ‘মিডিয়া এখন ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে পরিণত হয়েছে। জোর করে মিডিয়া দখল করে জোর করে ভুয়া সাংবাদিক দিয়ে মিডিয়া চালাচ্ছে।’
আজ বুধবার রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন শওকত মাহমুদ। তাঁর কারামুক্তি এবং মাহমুদুর রহমান ও শফিক রেহমানের মুক্তির দাবিতে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ।
অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন, ‘যে সাংবাদিকরা এ ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন এবং এ ফ্যাসিবাদকে উসকে দিয়েছেন তাঁদেরও একদিন জনতার আদালতে দাঁড়াতে হবে।’
শওকত মাহমুদ আরো বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকরা কয়েক বছরে প্রমাণ করেছে শুধু তাদের রুটি রুজির জন্যই তারা আন্দোলন করে না, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এখন সব পেশাজীবীদের মধ্যে সাংবাদিকরা হচ্ছে এক নম্বর শক্তি।’
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে বলে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে জাতীয় ঐক্য চায় না সরকার। তাদের অভিযোগ, সরকারের চাপে নীতি নৈতিকতা বিবর্জিত সংবাদ প্রকাশ করছে অনেক গণমাধ্যম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহসভাপতি আনোয়ারুল কবীর বুলু, , সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।