স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাছলিমা বেগম ওই গ্রামের রাজমিস্ত্রি জব্বার হাওলাদারের স্ত্রী।
আজ বৃহস্পতিবার সকালে জব্বার হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন। তিনি বলেন, এ ঘটনায় নিহতের বোন সালমা বেগম বাদী হয়ে জব্বার হাওলাদারের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
পুলিশ দাবি করে, বুধবার সকাল থেকে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। জব্বার সন্ধ্যায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। স্ত্রীর লাশ ঘরের বিছানায় রেখে দরজা আটকে জব্বার বাইরে বের হয়ে যায়। রাতে বাড়িতে ফিরে তাছলিমা আত্মহত্যা করেছে বলে প্রচার চালায় জব্বার।
খবর পেয়ে পুলিশ গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে। পুলিশ যাওয়ার পরই, জব্বার নিজেই থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেন।