তারেক রহমানের সাজার বিরুদ্ধে জামালপুরে বিক্ষোভ
মুদ্রা পাচার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দলটির জামালপুর জেলার নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে গেটপাড় এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, শফিউর রহমান শফি, মাইনুদ্দিন বাবুল, রুহুল আমিন মিলন, ফিরোজ মিয়া, সজিব খান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, রাজনীতি থেকে দূরে রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানকে এই সাজা দেওয়া হয়েছে। রায় প্রত্যাহারের দাবি জানান নেতারা।
এর আগে আজ সকালে অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
মুদ্রা পাচারের এই মামলায় জজ আদালত তারেক রহমানকে খালাসের রায় দিয়েছিলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তাঁর জরিমানা ৪০ কোটির পরিবর্তে ২০ কোটি টাকা করা হয়েছে।