গাজীপুর সিটির ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবদল নেতা মোহাম্মদ ছবদের হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের সালনা ৪ নম্বর আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানার পুলিশ।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ও এলাকাবাসী জানান, আজ দুপুর দেড়টার দিকে মাসিক সভা শেষে গাজীপুর মহানগরের সালনায় জিসিসির আঞ্চলিক কার্যালয় থেকে বের হয়ে এলে পুলিশ ছবদের হাসানকে গ্রেপ্তার করে। জিসিসির ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ ছবদের হাসানের বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধকালে মহানগরের পুবাইল এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।