জঙ্গি নির্মূলে ঐক্যবদ্ধভাবে করতে হবে

চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর জঙ্গি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাতে গোনা কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক ছাড়া দেশের সব মানুষই শান্তিপ্রিয়।
আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ চত্বরে ‘ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ ও জঙ্গি নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ কথা বলেন।
জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ অমলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. রশীদুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়কারী আজাদুল ইসলাম আজাদ, জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় আওয়ামী লীগ ও সমমনা রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং সংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।