ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টায় স্থানীয় ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
জেলা যুবদল নেতা রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, বিএনপি নেতা অ্যাডভোকেট নূর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার মিথ্যা মামলা দিয়ে তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক সাজা দিয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার না করা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, অর্থপাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি।