পদ্মা সেতু চালু হবে ২০১৯ সালের জানুয়ারিতে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে। একই সময়ে শেষ হবে সেতুর ওপর দিয়ে রেললাইনের নির্মাণকাজ। পরের বছর জানুয়ারিতে সেতু এবং রেললাইন দুটিই উদ্বোধন করা হবে।
আজ রোববার দুপুর ১২টার দিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রেললাইন স্থাপনের জন্য ৩৪ হাজার কোটি টাকা খরচ হবে। জিটুজি চুক্তির মাধ্যমে এর অর্থায়ন করবে চীন। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। আবার মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে, যার দৈর্ঘ্য হবে ৮২ কিলোমিটার।
মন্ত্রী বলেন, এখন পর্যন্ত সেতুর ৩৭ শতাংশ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ১২টি পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সংবাদ বিফ্রিংয়ের আগে পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের বিষয়ে আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।