বগুড়ায় বিএনপির অর্ধদিবস হরতাল

বগুড়া জেলা বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল সমর্থনে দলটির নেতাকর্মীরা শহরে মিছিল বের করে। ছবি : এনটিভি
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছর কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে দলটির ডাকা অর্ধদিবস পালিত হচ্ছে।
আজ সোমবার সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হচ্ছে।
হরতাল সমর্থনে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে সকাল ৯টায় একটি মিছিল বের হয়ে শহরের আলতাফ আলী মোড়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চানসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
এ ছাড়া হরতালের সমর্থনে শহরের নামাজগড় এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
হরতালে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমলগুলোও খুলেছে।
হরতালের সময় শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।