রাজবাড়ীতে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার তিন দিন পর বিল থেকে রাব্বি (১২) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা বিল থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়।
রাব্বি সদর উপজেলার খানাখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা। সে মরডাঙ্গা ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাবা মোহাম্মদ মারা যান আগেই। পাচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশোনা করত সে।
রাব্বির নানি শাহিদা বেগম জানান, গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি রাব্বি। ওইদিন রাত থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজেও পাওয়া যায়নি। সোমবার সকালে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারেন তাঁদের বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে একটি বিলের মধ্যে রাখা পাটের নিচে রাব্বির লাশ পড়ে আছে।
ঘটনাস্থল পরিদর্শন করে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।