কেশবপুরে পূজা উদযাপন পরিষদ নেতাকে হত্যার হুমকি

যশোরের কেশবপুরে জঙ্গি সংগঠন আইএস পরিচয়ে পূজা উদযাপন পরিষদ নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় আজ সোমবার সকালে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিটি করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার সহসভাপতি ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বিদ্যানন্দকাটি গ্রামের নন্দ দুলাল বসু (৫৫)।
নন্দ দুলাল বসু জিডিতে উল্লেখ করেছেন, ২৪ জুলাই দুপুর ২টার দিকে বাড়ির পেছনের বারান্দায় কে বা কারা আইএস যশোর আঞ্চলিক শাখার নামে খোলা চিঠি ফেলে রেখে যায়। যাতে লেখা রয়েছে, তোমাদের এ দেশে থাকার মেয়াদ শেষ, তোমাকে আর এক মাস সময় দেওয়া হলো। এক মাসের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। তা না হলে তোমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। এ ছাড়া সব রকম পূজা ও অন্য সামাজিক কার্যক্রম বন্ধ করবে। তোর মৃত্যু ও পরিবারের ক্ষতি কেউ ঠেকাতে পারবে না।
জিডির ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম সহিদ জানান, যথাযথভাবে পুলিশি ব্যবস্থা জোরদার করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিকে নিরাপত্তা দেওয়াসহ এলাকাবাসীকে বাঁশের লাঠি ও বাঁশি নিয়ে পাহারা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ দিকে পূজা উদযাপন পরিষদ নেতাকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দাসহ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন পূজা উদযাপন পরিষদের কেশবপুর শাখার সভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক মাস্টার সুকুমার সাহা।