বিএনপির যুগ্ম মহাসচিব শাহজাহানের মুক্তি

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। আজ শুক্রবার বেলা ১২টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান।
কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট ১-এর জেলার ফরিদুর রহমান রুবেল জানান, আজ বেলা ১২টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান জামিনে মুক্তি লাভ করেছেন। তাঁর বিরুদ্ধে রাজধানীর বনানী, গুলশান ও ভাটারা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। তিনটিই মামলায় তিনি আদালত থেকে জামিন লাভ করেছেন। সর্বশেষ বৃহস্পতিবার আদালত বনানী থানার মামলায় শাহজাহানকে জামিন দেন। জামিনের কাগজ আজ শুক্রবার বেলা ১১টার দিকে কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে বেলা ১২টার দিকে শাহজাহানকে মুক্তি দেওয়া হয়।
গত ১২ জানুয়ারি ঢাকার গুলশান-১ থেকে মোহাম্মদ শাহজাহান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে গ্রেপ্তার করে র্যাব। নোয়াখালী জেলা বিএনপির সভাপতি শাহজাহান নোয়াখালী সদর ও সুবর্ণচর এলাকার সাবেক সংসদ সদস্য।