ইমারজেন্সি দেওয়ার অবস্থা কেউ সৃষ্টি করতে পারেনি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইমারজেন্সি (জরুরি অবস্থা) দেওয়ার মতো কোনো অবস্থা এখনো কেউ সৃষ্টি করতে পারেনি। জনগণের সমর্থন যেহেতু নাই, (সেহেতু) এরা এখন সন্ত্রাসী। আর জনগণকে নিয়েই আমরা সন্ত্রাসের মোকাবিলা করব।’
আজ বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। টেলিভিশন চ্যানেলে প্রচারিত টক শোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করেছে। যারা হুকুমদাতা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘কিছু লোক আছে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকলে ওনাদের খুব একটা ভালো লাগে না। ওই স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। দেশকে আবার ওই ধরনের একটা অসাংবিধানিক পন্থায় আমরা কখনো ছেড়ে দিতে পারি না। জনগণও চায় না, চাইবে না। কেউ যদি করতে আসে তবে জনগণই রুখে দেবে। কাজেই ওই সব অলৌকিক স্বপ্ন দেখে দেখে এ দেশকে একটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া অন্তত আমাদের রক্ত থাকতে আমরা হতে দেব না।’