জঙ্গিদের লাশ এখনো জাহাজবাড়িতে

রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের বাসায় জঙ্গি হামলার ঘটনায় নিহত নয় জঙ্গির লাশ এখনো বাড়ির ভেতরেই রয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আলামত সংগ্রহের পর লাশগুলোকে বাড়ির বাইরে বের করে আনা হবে।
আজ মঙ্গলবার ভোরে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত। এতে নয় জঙ্গি নিহত হয়।
পুলিশ এ অভিযানের নাম জানায় ‘অপারেশন স্টর্ম টোয়েন্টিসিক্স’। সোয়াতের বিপুল সদস্য ভারী অস্ত্র ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে এ অভিযানে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে কল্যাণপুরের ৫ নম্বর রোডে ‘জাহাজ বিল্ডিং’নামে পরিচিত সাততলা ভবনটিতে অভিযানে যান পুলিশ সদস্যরা। এ সময় ভবনের পঞ্চম তলা থেকে জঙ্গিরা ককটেল ছোড়ে। পরে ভবনটির আশপাশের এলাকা ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জাহাজ বিল্ডিংয়ের পাশের ভবনগুলোর ছাদে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলের আশপাশের সবকটি সংযোগ সড়কেও ব্যারিকেড দেয় পুলিশ।
রাতভর পরিকল্পনার পর ভোর ৫টা ৫১ মিনিটে শুরু হয় ‘অপারেশন স্টর্ম টোয়েন্টিসিক্স’। ঘণ্টাখানেক মুহুর্মুহু গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভবনের নিয়ন্ত্রণ নেন।
অভিযান শেষে পুলিশ কর্মকর্তা মারুফ হাসান জানান, নিহত জঙ্গিদের সবার পরনেই ছিল কালো পোশাক।