যশোরে নগর বিএনপি ও যুবদল নেতা কারাগারে

আদালতে আত্মসমর্পণ করতে আসা বিএনপি ও যুবদল নেতার সঙ্গে আসেন দলের কর্মীরাও। ছবি : এনটিভি
পুলিশের দায়ের করা আলাদা দুটি নাশকতার মামলায় যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও নগর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনিসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক বুলবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে দুজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মুনির আহমেদ সিদ্দিকীর আইনজীবী জেলা বিএপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ২০১৫ সালে কথিত নাশকতা সৃষ্টির অভিযোগে যশোর কোতোয়ালি থানা পুলিশের দায়ের করা আলাদা দুটি মামলায় বাচ্চুসহ দলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলা দুটিতে মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও যুবদল নেতা বদিউজ্জামান ধনি জামিন নিতে আদালতে হাজির হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।