নাটোর-রাজশাহী রুটে বাস চালুর জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নাটোর-রাজশাহী রুটে বাস চলাচলের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় নাটোর থেকে সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে নাটোর বাস মালিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই আলটিমেটাম দিয়েছে।
সংবাদ সম্মেলেনে নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আকরাম হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
বক্তারা বাস চলাচল বন্ধের জন্য রাজশাহী বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছে।