রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার একাংশের জলাবদ্ধতা নিরসনের দাবিতে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন করেন এলাকাবাসী।
তারাব সেতুর পাশে এই মানববন্ধনে ভুক্তভোগী নাগরিকরা অংশ নেন। এ সময় তাঁরা আধাঘণ্টা রাস্তা অবরোধ করে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ বন্ধ করে দেন।
বক্তারা বলেন, তারাব পৌরসভার হাটিপাড়া ও দক্ষিণপাড়ার কয়েক হাজার পরিবার বছরের পর বছর জলাবদ্ধতার শিকার। অল্প বৃষ্টিতেই পানি জমে সয়লাব। বাড়ি ঘরে পানি। পৌরসভাকে বারবার জানিয়েও জলাদ্ধতার নিরসনে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।