জমে উঠেছে চসিক নির্বাচন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের প্রচারণাও বাড়ছে। বৈশাখের প্রখর রোদ ও ঘাম ঝরানো কষ্টে হার মানছেন না প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত নগরীতে চলছে নানাভাবে প্রচার-প্রচারণা।
আজ শুক্রবার সকালে নগরীর আন্দরকিল্লা ও পাথরঘাটা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন গণসংযোগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, জনগণ অভূতপূর্ব সাড়া দিচ্ছেন। এতে তিনি সন্তুষ্ট। নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে একদিন অফিস করার কথা জানান আ জ ম নাছির। পাশাপাশি মেয়র পদের যেসব সুযোগ-সুবিধা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম গ্রহণ করতেন, সেসব সুযোগ-সুবিধা ছাড়াই তিনি নগরবাসীর সেবা করবেন বলে জানান।
বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলম নগরীর বন্দর কলোনি, মুনিরনগর, হালিশহরসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, তিনি বিগত সময়ে দায়িত্ব পালনকালে কী করেছেন তা নগরবাসী জানেন। তিনি জবাবদিহিতা করছেন ভোটারদের কাছে। আর অবশিষ্ট কাজ সম্পন্ন করতে নির্বাচনে তিনি ভোট ভিক্ষা করছেন বলে জানান।
আজ শুক্রবার বিকেলে নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছিরের পক্ষে ডবলমুরিং এলাকায় একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নাগরিক কমিটির আহ্বায়ক ইসহাক মিয়া প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া নগরীর আসকারদিঘি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মনজুর আলমের পক্ষে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।