ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন 'জঙ্গি' মতিয়ার!

রাজধানীর কল্যাণপুরে নিহত ‘জঙ্গি’ সদস্য মতিয়ার রহমান ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
আজ বুধবার রাতে নিহত নয় জঙ্গির মধ্যে পরিচয় পাওয়া সাতজনের একজন মতিয়ার। তাঁর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামে।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এ তথ্য দিয়ে বলেন, মতিয়ারের বাবা নাসিরউদ্দিন খাল-বিলের মাছ ধরে সংসার নির্বাহ করেন। এর বেশি তিনি জানেন না বলে জানান।
আজ রাতে এ খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়ে ওঠে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজিত কুমার জানান, নিহত জঙ্গি মতিয়ারের বাড়িতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সনাতন কুমারকে পাঠানো হয়েছে।
এদিকে, নিহত মতিয়ার সম্পর্কে ধানদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ড সদস্য গোলাম সরওয়ার বাবলু বলেন, মতিয়ার রহমানের বাবা নাসিরউদ্দিনের চার স্ত্রী। এখন কোনো স্ত্রীই তাঁর কাছে থাকেন না। মতিয়ারের মা খায়রুননেসা তাঁর প্রথম স্ত্রী। মতিয়ারের বয়স যখন দেড় বছর, তখন তাঁর মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। প্রায় ২০ বছর আগে মতিয়ার ও তাঁর মা ওমরপুর গ্রাম ছেড়ে বাপের বাড়ি ধানদিয়ায় চলে যান।
ইউপি সদস্য বাবলু আরো জানান, মতিয়ারের বাবা অত্যন্ত দরিদ্র মানুষ। তাঁদের কোনো জমি নেই। শুধু বসতভিটাটুকু রয়েছে। মতিয়ারের মা ও মতিয়ার ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলেও জানান তিনি। তবে তাঁদের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে কি না, তা তিনি জানেন না বলে জানান।
বাবলু আরো জানান, গ্রামের বাড়ির সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। সর্বশেষ কিছুদিন আগে তাঁর মা একবার এসেছিলেন বলে জানান তিনি।