কল্যাণপুরে অভিযানে হতাহতদের বিরুদ্ধে মামলা

রাজধানীর কল্যাণপুরে পুলিশের বিশেষায়িত শাখা সোয়াটের অভিযানে নিহত ও আহত জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
গতকাল বুধবার রাত ১১টা ১০ মিনিটে মিরপুর মডেল থানার পক্ষ থেকে মামলাটি করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিন-চারজনকে আসামি করা হয়।
গত ২৬ জুলাই, মঙ্গলবার কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াট। এক ঘণ্টা ধরে চলা ওই অভিযানে নয় জঙ্গি নিহত হন।
এ সময় হাসান নামের সন্দেহভাজন এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত নয় জঙ্গির মধ্যে সাতজনের পরিচয় মিলেছে। জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত আঙুলের ছাপের সঙ্গে ওই সাত জঙ্গির আঙুলের ছাপের মিল পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিচালিত ডিএমপিনিউজ ডট ওআরজিতে গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।