যশোরে লতিফ ‘রাজাকার’ আটক

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আবদুল লতিফ ওরফে লতিফ রাজাকার (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার আবাদকচুয়া সাতঘর গ্রাম থেকে লতিফকে আটক করা হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শ্যামলাল নাথ জানান, আটক লতিফ ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় আবাদকচুয়া গ্রামের রাজাকার কমান্ডার মাওলানা আবদুল মালেক মোড়লের হাত ধরে যশোরে রাজাকারদের আস্তানা আনসারক্যাম্পে নিজের নাম লেখান। ওই সময় পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে তিনি দেশের বহু লোককে হত্যা করিয়েছেন।
ওসি জানান, ধর্ষণ, লুটপাট, বসতবাড়িতে অগ্নিসংযোগসহ মুক্তিযোদ্ধাদের গোপন খবর আদান-প্রদানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ সব কারণে এলাকাবাসী এখনো তাঁকে লতিফ রাজাকার হিসেবেই ডাকে।
এদিকে, থানায় আটক অবস্থায় লতিফ সাংবাদিকদের জানান, তিনি রাজাকার ছিলেন না। তবে রাজাকার কমান্ডার মাওলানা আবদুল মালেক মোড়লের সঙ্গে রাজাকারদের ক্যাম্পে নাম লেখাতে গিয়েছিলেন। সে সময় তাঁর বয়স কম থাকায় রাজাকাররা তাঁর নাম তালিকাভুক্ত করেনি।