জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে যশোরে কলেজ শিক্ষার্থীদের শপথ

যশোরের আল-হেরা কলেজের শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করাচ্ছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ছবি : এনটিভি
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শপথ নিয়েছে যশোরের আল-হেরা কলেজের শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজটির ছাত্রছাত্রীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী শপথ বাক্য পাঠ করান যশোর-৩ সদর আসদের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
প্রাতঃসমাবেশে কোরআন তিলাওয়াত, গীতা পাঠ শেষে এই শপথ বাক্য পাঠ করানো হয়।
পরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের একটি মানবন্ধন কর্মসূচিতেও অংশ নেন কাজী নাবিল আহমেদ। পরে একই স্থানে ‘চৈতন্য’ নামে একটি কলেজ স্মরণিকার মোড়ক উন্মোচন এবং কলেজ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় আল-হেরা কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলামসহ কলেজের অন্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।