বনজ সম্পদ রক্ষায় আইন প্রয়োজন : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিদেশে নিজের বাড়ির গাছ কাটতে হলে সরকারের অনুমোদন লাগে। কিন্তু আমাদের এগুলো নেই। তাই বনজ সম্পদ রক্ষায় আইন প্রণয়ন করতে হবে।
ঝালকাঠিতে আজ শনিবার সকালে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধনের সময় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় ১৫ স্টলে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। উদ্বোধন শেষে শিল্পমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আরো বলেন, পরিবেশের ভারসাম্য না থাকায় আজকে ক্যানসার, কিডনি রোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।
মানুষ ও পরিবেশের স্বার্থে বৃক্ষ রোপণ করার শিল্পমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মানিকহার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কৃদ্দুস ভূঁইয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ।