অবশেষে চট্টগ্রামের নিখোঁজ সাব্বিরের সন্ধানে জিডি

ঢাকার কল্যাণপুরে পুলিশ ও সোয়াতের অভিযানে নয় ‘জঙ্গি’ নিহত হওয়ার ঘটনায় আলোচনায় আসা চট্টগ্রামের সাব্বিরুল হক চৌধুরী কনিকের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নগরীর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, গতকাল শুক্রবার রাতে সাব্বিরুলের বাবা আজিজুল হক চৌধুরী তাঁর ছেলে নিখোঁজের বিষয়ে জিডি করেন।
জিডিতে আজিজুল হক উল্লেখ করেছেন, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিকেলে আত্মীয়ের বিয়েতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যায় তাঁর ছেলে সাব্বিরুল হক কনিক। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তিনি তাঁর ছেলের সন্ধান চান বলেও জিডিতে উল্লেখ করেছেন।
গত ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত নয়জনের মধ্যে একজন সাব্বির বলে খবর ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা যাচাইয়ে সাব্বিরের বাবা এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুংছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হককে ডেকে পাঠান জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা। পরে তাঁকে নিহত জঙ্গিদের ছবি দেখানো হয়। এ সময় ছবি দেখে তাঁর ছেলে কি না তা নিশ্চিত হতে পারেননি আজিজুল হক। এরপর তিনি মরদেহ দেখে নিশ্চিত হন যে লাশটিকে তাঁর নিখোঁজ সন্তান ভেবেছিলেন আসলে সেটি তার নয়। অবশেষে নিখোঁজের পাঁচ মাস পর ছেলের খোঁজে বাকলিয়া থানায় জিডি করলেন আজিজুল হক।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, পুলিশ জিডির তদন্ত করছে। সাব্বির কোথায় আছে তা জানার চেষ্টা করছে।