জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু ট্রেন চলাচল বন্ধ

বন্যার পানিতে বিভিন্ন স্থানে রেললাইন ডুবে যাওয়ায় জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু পূর্ব সেকশনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
জামালপুর জংশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, কেন্দুয়া কালিবাড়ী স্টেশন এলাকা ছাড়াও বেশ কয়েকটি পয়েন্টে রেললাইন ডুবে যাওয়ায় আজ শনিবার রাত সাড়ে ৮টা থেকে এই সেকশনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জামালপুর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এর আগে শুক্রবার রাত থেকে জামালপুর-দেওয়ানগঞ্জ সেকশনেও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।