ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ৩

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় তিন প্রতারককে আটক করা হয়েছে। সাতক্ষীরায় ডিজিএফআই কর্মকর্তাদের সহায়তায় আজ রোববার দুপুরে উপজেলার কাজিরহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্রও জব্দ করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, আটক ব্যক্তিদের মধ্যে মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি তালা উপজেলার ধানদিয়া সেনেরগাতি। তিনি নিজেকে ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিয়ে আরো দুই সঙ্গীকে নিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। চোরাচালানিদের কাছ থেকে ডিজিএফআইয়ের নাম ভাঙিয়ে টাকা আদায়, এমনকি জামায়াত-শিবির কর্মী হলে তাঁদের ক্রসফায়ারে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।
ওসি তিনি জানান, গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর তাঁদের আটক করা হয়েছে। প্রতারক বাহিনীর অপর দুই সদস্য হচ্ছেন সদর উপজেলার আলীপুর গ্রামের আমিরুল ইসলাম ও বলাডাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম। প্রতারকচক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল। তাদের খপ্পরে পড়ে অনেকেই টাকা খুইয়েছেন। কিছুদিন আগেও কলারোয়ায় আরো দুই প্রতারককে একই অভিযোগে আটক করা হয় বলে তিনি জানান।