পঞ্চগড়ের ছিটমহল বিলুপ্তির এক বছর

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে পঞ্চগড় জেলার বিলুপ্ত ৩৬টি ছিটমহলে এক বছর পূর্তি উৎসব।
গতকাল রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলার সদর উপজেলার গাড়াতি (ছিট এলাকা) মফিজার রহমান কলেজ মাঠে নির্মিত শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
এ ছাড়া জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে দিনটি উপলক্ষে।
শহীদ মিনার প্রাঙ্গণে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি বাংলাদেশ ইউনিটের নেতা মো. মফিজার রহমানসহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
দিনটিকে স্মরণীয় করে রাখতে সর্বস্তরের মানুষ আতশবাজি জ্বালিয়ে আনন্দ উৎসব করেন।