কালের কণ্ঠের সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা

দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
আজ রোববার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি দায়ের করেন ডাবলু সরকার। মামলার অন্য আসামিরা হলেন কালের কণ্ঠের রাজশাহী প্রতিনিধি রফিকুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন রাকিব। শুনানি শেষে বিচারক মোর্শেদা আসগর মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী ঈমাম হাসান জানান, ‘গত ১৭ এপ্রিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘আ.লীগ নেতার হাতে লাঞ্ছিত উপাচার্য’ শিরোনামে প্রথম পৃষ্ঠার ২-এর কলামে এবং ৮ নম্বর পৃষ্ঠার ১ নম্বর কলামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাদী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে সমাজে হেয়প্রতিপন্ন করতেই এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে।’
ঈমাম হাসান আরো জানান, প্রকাশিত সংবাদের ফলে তাঁর মক্কেল ডাবলু সরকারের সম্মানহানি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রোববার দুপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১ জুনের মধ্যে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।