আন্দোলনের ঘোষণা রাবি ছাত্রলীগের

বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ আন্দোলনের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা।
ছাত্রলীগের দাবির মধ্যে আছে—পরীক্ষায় বিশেষ বিবেচনায় ৫ নম্বর গ্রেস প্রদান, শিক্ষার্থীদের জন্য ছাউনি নির্মাণ ও বাস টার্মিনালের উন্নয়ন, বৃক্ষনিধন বন্ধ করে ক্যাম্পাসজুড়ে বৃক্ষরোপণ অভিযান শুরু, মিথ্যা মামলায় আটক প্রগতিশীল শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও মুক্তি, আবাসিক হল তল্লাশির সময় প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতি, ক্যাম্পাসে পুলিশের থানা স্থাপন বন্ধ করা ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আনোয়ার হোসেনের নিয়োগ বাতিল।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছে। ছাত্রলীগের পক্ষ থেকে দাবিসংবলিত একটি স্মারকলিপি গত শনিবার উপাচার্যের কাছে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সোমবার থেকে কঠোর আন্দোলনে নামবে।’
ছাত্রলীগ এমন এক সময় আন্দোলনের ঘোষণা দিল, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে বহিরাগতদের অসৌজন্যমূলক আচরণের সুষ্ঠু বিচারের দাবি করছে।
এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিজানুর রাহমান রানা বলেন, ‘আমরা সংঘাত চাই না। শান্তিপূর্ণ উপায়ে আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
তবে উপাচার্যের সঙ্গে রাজশাহীর সরকারদলীয় এক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতার অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অবস্থান সম্পর্কে জানতে চাইলে মিজানুর রহমান রানা বিষয়টি এড়িয়ে যান।