জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঝালকাঠি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল ১১টায় একযোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
ঝালকাঠি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকাল ১১টায় শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. আবদুর রহিম।
একই সময় ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী, উপাধ্যক্ষ সুলতান হোসেন খান, নুসরাত জাহান ও বজলুর রশিদ।
এ ছাড়া ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা ও ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সামনের সড়কেও মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মু. আবদুর রশীদ।
মানববন্ধনে বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জনসচেতনতা সৃষ্টি আহ্বান জানান। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িতরা রুখে দিয়ে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তাঁরা।
এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কখনোই জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথে না যাওয়ার অঙ্গীকার করে।