২ পাউন্ড গোখরার বিষ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রাম থেকে উদ্ধার হওয়া গোখড়া সাপের বিষসহ আটক ব্যক্তি। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রাম থেকে বিষধর গোখড়া সাপের দুই পাউন্ড বিষ উদ্ধার করেছে বিজিবি। বিষ পাচার চেষ্টার অভিযোগে সোহেল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারি গ্রামের স্কুলপাড়ায় অভিযান চালায় ৬ বিজিবির বিশেষ একটি দল। সেখানে সোহেলের বাড়ি থেকে ফ্রান্সে উৎপাদিত দুই পাউন্ড গোখড়া সাপের বিষ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানিয়েছেন, উদ্ধার হওয়া সাপের বিষের বোতলে মূল্য লেখা আছে ১৫ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি টাকা। এই বিষ পাচার চক্রের অন্য সদস্যদের ধরতে বোয়ালমারি এলাকায় অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।