রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহির এনটিভি অনলাইনকে জানান, গভীর রাতে মিরপুরের সেনপাড়া সমাজকল্যাণ মসজিদের পাশে ‘কয়েকজন যুবক’ গোপনে বৈঠক করছিল। এ সময় টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা ছুড়ে মারে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই সেই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে সকাল পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।