অর্থের লোভে জামায়াতের সঙ্গ ছাড়বে না বিএনপি : নৌমন্ত্রী

আলোচনা সভায় বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি : এনটিভি
জামায়াত নেতাদের অর্থের লোভে বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়বে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় নৌমন্ত্রী এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, ‘বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজনীতি করতে করতে একে অপরের সঙ্গে মিশে গেছে।’
বিশ দলীয় জোটের আন্দোলনে জামায়াত নেতারা অর্থের জোগান দেন জানিয়ে তিনি বলেন, ‘জামায়াত নেতাদের অনেকে বিশাল অঙ্কের অর্থবিত্তের মালিক। ওই টাকার জন্যই বিএনপি জামায়াতকে জোট থেকে বের করবে না। জঙ্গিবাদ নির্মূলে বিএনপি জামায়াতকে বাইরে রাখতে সারা দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।’