যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সমাবেশ

যশোরে এক শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত সচেতনতামূলক সমাবেশে বক্তৃতা করেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী অধ্যাপক ডা. এম এ রশিদ। ছবি : এনটিভি
জঙ্গিবাদসহ সব ধরনের সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যশোরে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সদর উপজেলার নাটুয়াপাড়া আবদুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী অধ্যাপক ডা. এম এ রশিদ। এ ছাড়া সমাবেশে যশোরের পুলিশ সুপার মো. আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। সমাবেশে আবদুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের বেশ কয়েকটি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।