ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে নিহত ১

কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি বাড়ি। ছবি : এনটিভি
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানের গাছপালা, ফসলি জমিসহ প্রায় ৫০০ বাড়িঘর। গতকাল সোমবার রাতের ওই ঝড়ে দেয়ালচাপায় নবীনগর উপজেলায় আবদুল মন্নাফ (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে অর্ধশত মানুষ আহত হয়েছে।
কালবৈশাখী ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কসবা উপজেলার হাতুরাবাড়ি, শ্যামবাড়ি, নিমবাড়ি, মেহারী, মান্দারপুর ও চারগাছ গ্রাম। ঘরবাড়ি হারিয়ে এসব গ্রামের অসংখ্য পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার রাত প্রায় ৮টার দিকে এ ঝড় শুরু হয়। বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ অচল হয়ে পড়েছে। জেলা প্রশাসক মো. মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মনিরুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।