জাতীয় ঐক্যের নামে জামায়াতকে নিয়ে তামাশা করছে বিএনপি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জাতীয় ঐক্যের নামে যারা মানবতাবিরোধী, বুদ্ধিজীবী হত্যাকারী, যাদের আন্তর্জাতিক ট্রাইবুন্যাল সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে সেই জামায়াতকে নিয়ে বাংলার মানুষের সঙ্গে তামাশা করছে। তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলা স্কুল মাঠে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার চেষ্টা করেছিল হাওয়া ভবন থেকে এবং ২০১৫ সালে ২৪ জন পুলিশকে হত্যা করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাই গুপ্ত হত্যার আশ্রয় নিয়েছে।’
বাণিজ্যমন্ত্রী সম্প্রতি সোয়াট ও পুলিশের অভিযানে নিহত নয় জঙ্গি সম্পর্কে বলেন, যারা দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা নিয়েছিল পুলিশের কাছে তারা ধরা পড়েছে, মারা গেছে। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের যে আহ্বান করেছে আজ দেশের জনগণ তাঁর ডাকে ঐক্যবদ্ধ হয়েছে যার প্রমাণ ভোলার এই সমাবেশ।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বের সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা উপজেলা পর্যায়ের নেতারা। এর আগে ভোলা সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করে। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বাংলা স্কুল মোড় থেকে শুরু হয়ে সদর রোড, মহাজনপট্টি, নতুন বাজার হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী স্লোগান দেয়।