চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবা আটক

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকা থেকে শনিবার বিকেলে ৫০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি : এনটিভি
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ৫০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে দাবি করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে পিকআপ ভর্তি এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় পিকআপসহ (চট্ট মেট্রো-১১-১১৪০) দুজনকে। আটক ব্যক্তিরা হলেন আবুল কাসেম ও নুরুল আবছার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইব্রাহিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপভর্তি এসব ইয়াবা উদ্ধার করা হয়। পিকআপের খালি ড্রামের ভেতর এসব ইয়াবা চট্টগ্রাম হয়ে পাচার করা হচ্ছিল বলে জানায় পুলিশ।