জঙ্গি প্রতিরোধে গ্রাম পুলিশের সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ

চট্টগ্রামের জিইসি কনভেনশনে আয়োজিত গ্রাম পুলিশের সমাবেশে উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি
দেশের প্রত্যন্ত অঞ্চলে জঙ্গি প্রতিরোধে এবার গ্রাম পুলিশের সহযোগিতা চেয়েছে চট্টগ্রামের জেলা পুলিশ। শনিবার সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশনে আয়োজিত গ্রাম পুলিশের এক সমাবেশে তাঁদের সহযোগিতা কামনা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
জেলা পুলিশ সুপার নূরে আলম মিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রধান অতিথি ছিলেন। সমাবেশ অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান ও রেজাউল করিম বক্তব্য দেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক কাজ না করে জেলার প্রত্যন্ত অঞ্চলে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে গ্রাম পুলিশকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।