চট্টগ্রামে ব্যবসায়ীর লাশ উদ্ধার

চট্টগ্রামে নিজ দোকান থেকে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ী শাহজালাল ফরহাদের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
চট্টগ্রামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নগরীর কোতোয়ালি এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য শাহজালাল ফরহাদ ( ২৮) লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের উপপরিদর্শক (এসআই) তারিকউজ্জামান জানিয়েছেন, নিউ মার্কেটের সামনে জলসা মার্কেটের তৃতীয় তলায় বিছমিল্লাহ কফি হাউজের মালিক শাহজালাল ফরহাদ। গতকাল দুপুর থেকে দোকানটি বন্ধ ছিল। এরপর থেকে ফরহাদকেও খুঁজে পাচ্ছিল না তাঁর পরিবার। আজ সকালে দোকানের তালা খুলে তাঁর ভাই মেঝেতে বস্তা দিয়ে ঢাকা অবস্থায় ফরহাদের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশটি উদ্ধার করে। ফরহাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও এসআই জানান।